bangla news

অক্টোবরে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-০৮ ৪:৪৬:০৬ পিএম
আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল মানেই অন্যরকম উত্তেজনা। পুরো ফুটবল বিশ্ব দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির মহাদ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এই উত্তেজনা মাঠে গড়াতে যাচ্ছে চলতি বছরের অক্টোবরে।

কিছুদিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে তাদের বিশ্ব ভ্রমনের সূচি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ১২ অক্টোবরে রিয়াদে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা।

এর চারদিন পর ১৬ অক্টোবর বিশ্ব ফুটবল দেখবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।

সব শেষ দু‘দলের দেখায় আকাশি-সাদাদের বিপক্ষে ১-০ গেলের হার নিয়ে মাঠ ছাড়ে হলুদ সাম্বারা।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এমকেএম/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল ব্রাজিল আর্জেন্টিনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2018-09-08 16:46:06