ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: এশিয়ান গেমসের মূল একাদশকে বিশ্রামে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। তবে সাফের প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচে খেলা শুরুর পর পরই শ্রীলঙ্কা বাংলাদেশ দলকে গোল দিয়ে এগিয়ে যায়। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বুধবার (২৯ আগস্ট) ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।

ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ।

খেলা শুরুর আগেই স্টেডিয়ামে লোকে লোকারণ্য হয়ে ওঠে।

প্রচণ্ড ভিড় ঠেলে দর্শক মাঠে প্রবেশ করেন।

এদিকে খেলা শুরুর আগে বসুন্ধরা কিংসের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরুল হাসান ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম কে নীলফামারী বাসীর পক্ষ থেকে স্বাগতম জানান নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।