ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

টেনিস

প্রথম রাউন্ড পেরিয়ে নাদাল, মারের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
প্রথম রাউন্ড পেরিয়ে নাদাল, মারের কষ্টার্জিত জয় যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন আসরটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন আসরটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। যদিও স্প্যানিশ এ তারকার স্বদেশি প্রতিপক্ষ ডেভিড ফেরার চোটের কারণে দ্বিতীয় সেটেই সরে দাঁড়ান। অন্য ম্যাচে জেমস ডাকওর্থের বিপক্ষে কষ্টার্জিত জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-৩ সেটে এগিয়ে ছিলেন বর্তমান পুরুষের শীর্ষ বাছাই নাদাল। দ্বিতীয় সেটে অবশ্য ৩-৪ গেমে পিছিয়ে থাকেন।

কিন্তু সে সময়ই চোটে পড়েন ফেরার। সেরে উঠতে না পারায় ম্যাচ প্রত্যাহার করেন। ৩৬ বছর বয়সী ফেরার নিজের গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন। কষ্টার্জিত জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে-ছবি: সংগৃহীতএদিকে পুরুষ বাছাইয়ে ৪৪৮ নম্বরের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে সাবেক নাম্বার ওয়ান মারের। প্রথম সেট তো টাইব্রেকারে ৬-৭ (৫-৭) গেমে হেরেই যান এই বৃটিশ। তবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন সেট যথাক্রমে ৬-৩, ৭-৫ ও ৬-৩ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পাড়ি দেন তিনি। গত বছর উইম্বলডনের পর এবারই প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামলেন ‍মারে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।