ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

২০৩০ বিশ্বকাপ ইংল্যান্ডে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
২০৩০ বিশ্বকাপ ইংল্যান্ডে! ২০৩০ বিশ্বকাপ ইংল্যান্ডে। ছবি: সংগৃহীত

মাত্রই শেষ হলো রাশিয়া বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ আয়োজন করবে কাতার। ২০২৬ বিশ্বকাপের দায়িত্ব নিয়েছে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইংল্যান্ড ফুটবলের প্রশাসনিক সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)

সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেলে, ১৯৯৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর প্রথম বড় কোনো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। সর্বশেষ ১৯৬৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

তবে আয়োজক দেশ হিসেবে অনুমতি পাওয়া ইংল্যান্ডের জন্য খুব একটা সহজ হবে না। আগেই আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে থাকার আবেদন করে রেখেছে। আবেদন করেছে মরক্কোও। এর আগে ২০১৮ সালেও ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজন করতে আবেদন করেছিল, কিন্তু রাশিয়ার কাছে হেরে যায়।

বৃটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য নতুন মৌসুম থেকেই কাজ শুরু করে দেবে এফএ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।