bangla news

তুরিনে পা রাখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-৩০ ৬:০৮:০৮ এএম
তুরিন পৌঁছেছেন রোনালদো। ছবি: সংগৃহীত

তুরিন পৌঁছেছেন রোনালদো। ছবি: সংগৃহীত

অবশেষে নতুন ঠিকানায় স্থায়ীভাবে পা রাখলেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও চলতি মাসের শুরুর দিক থেকেই ইতালিতে আসা-যাওয়ার মধ্যে আছেন তিনি। তবে এবারই প্রথম তুরিনে নতুন ক্লাব জুভেন্টাসের অনুশীলনে যোগ দিতে এসেছেন রোনালদো। সোমবার জুভেন্টাসের হয়ে প্রথমদিনের অনুশীলন করবেন তিনি।    

পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদো রোববার পৌঁছেছেন তুরিনে। এত বড় এক তারকা তুরিনে পা রেখেছেন, তাকে এক নজর দেখার জন্য ভক্তদের সে কী অপেক্ষা। বিমানবন্দরের বাইরে ভীড় জমিয়েছে হাজার হাজার ভক্ত। তবে তাদেরকে মন খারাপ করেই ফিরতে হয়েছে। সিআর সেভেনকে কাছ থেকে দেখতে পারেননি তার ভক্তরা।

বর্তমানে অবশ্য জুভেন্টাসের খেলোয়াড়রা আছে যুক্তরাষ্ট্রে। সেখানে চলছে প্রাক-মৌসুম ম্যাচ।ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার বিপক্ষে ম্যাচ খেলেছে জুভেন্টাস। বুধবার এমএলএস অল স্টারসের বিপক্ষে মাঠে নামবে জুভিরা। রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে আছে বড় ম্যাচ। তবে রোনালদো এই ম্যাচগুলোতে অংশ নেবেন না।

রোনালদো ছাড়াও আরো কিছু তারকা প্রাক-মৌসুম সফরে যাননি। সিরি ‘আ’ সামনে রেখেই তারা বাড়তি চাপ নিচ্ছেন না। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা, স্পেনের ডগলাস কস্তা, রদ্রিগো বেন্টানকার, মারিও মানজুকিচ, মার্কো জাকা, ব্লেইস মাতুইদি, গঞ্জালো হিগুয়াইনও সোমবার রোনালদোর সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

আগামী ১৯ আগস্ট সিরি ‘আ’তে শিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদোর জুভেন্টাস অধ্যায়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮

এমকেএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল পর্তুগাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-07-30 06:08:08