ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

কেমন হবে কাতার বিশ্বকাপের স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
কেমন হবে কাতার বিশ্বকাপের স্টেডিয়াম কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক অনিন্দ্যসুন্দর স্টেডিয়াম-ছবি: সংগৃহীত

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর্দা নেমেছে। চার বছর পর ২০২২ সালে আবার উঠবে বিশ্বকাপের পর্দা। সেবার আয়োজক দেশ কাতার বিশ্বকে চমকে দিতে নিচ্ছে ব্যাপক প্রস্তুতি। তাদের দাবি, এটিই হতে চলেছে ইতিহাসের সবচেয়ে জাকজমকপূর্ণ ও দামি ফুটবল আসর। ফুটবল বিশ্বকে নতুন নতুন চমক দিতে বহু পরিকল্পনা সাজাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি, যার মধ্যে তাদের অনিন্দ্য সুন্দর স্টেডিয়ামগুলো হতে চলেছে সবচেয়ে বড় চমক।

২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষে কাতার যেসব স্টেডিয়াম বানাচ্ছে চলুন একনজরে সেগুলোর দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

লুসাইল স্টেডিয়াম

লুসাইল আইকনিক স্টেডিয়াম (উদ্বোধনী আর ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে)
অবস্থান:  লুসাইল
দর্শক ধারণ ক্ষমতা: ৮৬,২৫০ (সম্ভাব্য)
উদ্বোধন: ফেব্রুয়ারি, ২০১৯ (সম্ভাব্য)
বর্তমান অবস্থা: নির্মাণাধীন

আল বায়াত স্টেডিয়াম

আল-বায়াত স্টেডিয়াম
অবস্থান:  আস খর
দর্শক ধারণ ক্ষমতা: ৬০,০০০
উদ্বোধন: সেপ্টেম্বর, ২০১৮ (সম্ভাব্য)
বর্তমান অবস্থা: নির্মাণাধীন

আল রায়ান স্টেডিয়াম

আল রায়ান স্টেডিয়াম (সাবেক আহমেদ বিন আলি স্টেডিয়াম)
অবস্থান:  আল রায়ান
দর্শক ধারণ ক্ষমতা: ৪৪,৭৪০ (আগে ছিল ২১,২৮২)
উদ্বোধন: সেপ্টেম্বর, ২০২১ (সম্ভাব্য
বর্তমান অবস্থা: সম্প্রসারণ করা হচ্ছে

আল ওয়াকরাহ স্টেডিয়াম

আল ওয়াকরাহ স্টেডিয়াম
অবস্থান: আল ওয়াকরাহ
দর্শক ধারণ ক্ষমতা: ৪০,০০০
উদ্বোধন: ২০১৯ (সম্ভাব্য)
বর্তমান অবস্থা: নির্মাণাধীন

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
অবস্থান: দোহা
দর্শক ধারণ ক্ষমতা: ৪৮,০০০
উদ্বোধন: ২০১৭
বর্তমান অবস্থা: সম্প্রসারণ করা হচ্ছে

কাতার ফাউন্ডেশন স্টেডিয়াম

কাতার ফাউন্ডেশন স্টেডিয়াম
অবস্থান: দোহা
দর্শক ধারণ ক্ষমতা: ৪৫,৩৫০
উদ্বোধন: ২০২১ (সম্ভাব্য)
বর্তমান অবস্থা: নির্মাণাধীন

রাস আবউদ স্টেডিয়াম

রাস আবু আবউদ স্টেডিয়াম
অবস্থান: রাস আবু আবউদ
দর্শক ধারণ ক্ষমতা: ৪০,০০০
বর্তমান অবস্থা: পরিকল্পনাধীন

আল থুমামা স্টেডিয়াম

আল থুমামা স্টেডিয়াম
অবস্থান: আল থুমামা
দর্শক ধারণ ক্ষমতা: ৪০,০০০
বর্তমান অবস্থা: নির্মাণাধীন

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।