ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মাঠে খেলা না থাকলে আন্দোলন অব্যাহত: প্রিন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১
মাঠে খেলা না থাকলে আন্দোলন অব্যাহত: প্রিন্স

ঢাকা: “মাঠে যখন নেমেছি, আন্দোলনকে সফল করবো। হকি খেলাকে বাঁচানোই এর লক্ষ্য।

দেশ থেকে খেলাটিকে হারিয়ে যেতে দেবো না,”-কথাগুলো বলছিলেন সাবেক জাতীয় দলের খেলোয়াড় আরিফুল হক প্রিন্স।

হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রিন্স বাংলানিউজকে জানান, বিজয় দিবস, স্বাধীনতা দিবসের মতো নামে মাত্র টুর্নামেন্ট নয়; প্রিমিয়ার হকি, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ হকি লিগ নিয়মিত মাঠে গড়ানোর দাবিতেই আন্দোলনে নেমেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

‘হকি বাঁচাও’ স্লোগানে জাতীয় যুব হকির ফাইনাল ম্যাচ মাঝপথে বন্ধ করে দিয়ে ফেডারেশনের কাঠগড়ায় প্রিন্সসহ জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকারা। এজন্য রোববার ২৫ খেলোয়াড়কে শোকজ নোটিশও দিয়েছে ফেডারেশন।

শাস্তি ও নিষেধাজ্ঞার খড়গ মাথায় ঝুললেও দাবি আদায়ের ব্যাপারে একজোট হকি খেলোয়াড়রা। মঙ্গলবার সমস্যা নিরসনে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্দোলনরত খেলোয়াড়রা ।

এদিকে সোমবার নিজেদের মধ্যে বৈঠক করেছেন দাবি আদায়ে সোচ্চার খেলোয়াড়রা। বৈঠক শেষে প্রিন্স জানান, মাঠে খেলা না থাকলে আন্দোলন অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।