[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

ফের প্রোটিয়া শিবিরে যোগ দিলেন শামসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১৮ ১০:১৯:০৬ এএম
শামসি-ছবি: সংগৃহীত

শামসি-ছবি: সংগৃহীত

পারিবারিক কারণে এ সপ্তাহের শুরুতে নিজ দেশে ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের যোগ দিয়েছেন বাঁহাতি লেগ স্পিনার তাবরাইজ শামসি। ফলে কলম্বোতে আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন তিনি।

প্রোটিয়া অন্য স্পিনার কেশভ মাহারাজ বলেন, ‘শামসি সব সময়ই দলের অংশ। তার পরিবারের কিছু হয়েছিল, যা ছিল অপ্রত্যাশিত। তবে সে ফিরেছে এবং সে খেলতে প্রস্তুত।’

এদিকে শামসি ফেরার ফলে, যদি পরের টেস্টে দ.আফ্রিকা এই দু’জন বিশেষজ্ঞ স্পিনারকে ব্যবহার করে, তবে অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার শন ভন বার্গের আরও ধর্য ধরতে হবে।

এর আগে গলে প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্স করেছিলেন শামসি। বিশেষ করে প্রথম দিন তার বলে পরীক্ষায় দিতে হয় লঙ্কান ব্যাটসম্যানদের। কিন্তু ম্যাচটি প্রোটিয়ারা মাত্র তিন দিনেই হেরে যায়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৮
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache