ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ডাব্লউটিএ চ্যাম্পিয়নশিপের শিরোপা কভিতোভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১
ডাব্লউটিএ চ্যাম্পিয়নশিপের শিরোপা কভিতোভার

ইস্তানবুল: প্রথমবারের মতো ডাব্লউটিএ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন পেত্রা কভিতোভা। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও একধাপ এগিয়েছেন চেক তারকা।



উইম্বলডনের শিরোপাসহ এই মৌসুমে ছয়টি একক টাইটেল জিতেছেন ২১ বছর বয়সী কভিতোভা। চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জয় পাওয়ার মধ্যদিয়ে রাশিয়ার মারিয়া শারাপোভাকে টপকে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন কভিতোভা। এর আগে মারিয়ার একধাপ পেছনে ছিলেন তিনি।  

অবশ্য তৃতীয় স্থানও নিজের দখলে রাখতে পারবেন না সাবেক বিশ্বসেরা শারাপোভা। তাকে হটিয়ে সে স্থান নিজের করে নিয়েছেন আজারেঙ্কা।

তুরস্কের ইস্তানবুলে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে কঠিন লড়াই শেষে বিজয়ীর হাসি হেসেছেন কভিতোভা। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৫ গেমে জেতেন কভিতোভা। দ্বিতীয় সেটে ৪-৬ ও তৃতীয় সেটে ৬-৩ গেমে আজারেঙ্কাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন চেক তারকা। এবছর উইম্বলডনের সেমিফাইনালেও আজারেঙ্কাকে হারান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।