ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ওমানের মুখোমুখি ইরাক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
ওমানের মুখোমুখি ইরাক

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে গ্রুপের (এ) গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার ওমানের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামছে ইরাক। আর চূড়ান্ত পর্বের স্বপ্ন বাঁচাতে সামর্থ্যরে সবটুকু দিয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ওমান।



বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইরাক ও ওমানের ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। অপর ম্যাচে দুর্বল মালদ্বীপ খেলবে দল সৌদি আরবের বিপক্ষে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) উভয় ম্যাচই সরাসরি সম্প্রচার করবে।

ইরাক প্রথম দুই ম্যাচে ৬-০ তে বাংলাদেশকে ও পরের ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দেয় ৯-০ গোলে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল তাদের। দুর্দান্ত ফর্মে থাকা ইরাককে থামানো কঠিন কাজ মানছেন ওমান কোচ আব্দেল আজিমও,“ইরাকিরা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ এবং দুই দলের মধ্যে সেটাই একমাত্র পার্থক্য। খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েই ইরাকের মোকাবিলা করবে। জয় লক্ষ্যে নিয়েই মাঠে নামবো আমরা। ”

“আমরা দুই ম্যাচের একটিতে জিতেছে ও একটিতে হেরেছি। খেলোয়াড়রদের পারফরমেন্স ওঠা-নামা করেছে কিন্তু এখন নিজেদের প্রমাণ করার সময় তাদের”, শিষ্যদের উদ্দেশ্যে বার্তা আবদেল আজিমের।

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ৪-০ গোলে হেরে যায় ওমান। পরের ম্যাচে দশজনের দল নিয়েও মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে। দুই ম্যাচে একজন করে লাল কার্ড দেখেন। ফলে একাদশের দুই খেলোয়াড়কে বাইরে রেখেই ইরাকের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে তাদের।

অন্যদিকে চূড়ান্ত পর্বের পথে এগিয়ে থাকা ইরাকি কোচ হাকিম শাকির ওমানকে নিয়ে একেবারে নির্ভার,“আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। এক্ষেত্রে ওমান আমাদের পরবর্তী লক্ষ্য। দল যেভাবে খেলছে তাতে জয়ের ব্যাপারে আমি আশাবাদি। ”

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।