ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাহবা পেতেই পারেন মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
বাহবা পেতেই পারেন মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান

ঢাকা: আইপিএলে বাঁপায়ের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকলেও ফিরেই বল হাতে যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে নির্বাচকদের বাহবা পেতেই পারেন টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের তিন ম্যাচ সিরিজের শেষটিতে বোলিংয়ে নেমে তুলে নিয়েছেন ৩ উইকেট। প্রথম দিনের এক উইকেট শিকারি ফিজ দ্বিতীয় দিনে শিকার করেছেন আরও দুই লঙ্কান ব্যাটসম্যানকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে টেস্ট কেইস হিসেবে নামা মোস্তাফিজ এই তিন উইকেট পেতে ১১ ওভার বল করে দিয়েছেন ৪৪ রান।

অবশ্য বল হাতে তার চাইতেও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

২৮.১ ওভারে ১০৪ রানের বিনিময়ে থলিতে পুড়েছেন ৪টি উইকেট। মূলত তাদের দু’জনের বোলিংয়ের সামনেই ৩১২ রানে গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস।

বাকি তিন উইকেটের ২টি নাইম হাসান ও ১টি নিয়েছেন সৌম্য সরকার।

লঙ্কানদের হয়ে ব্যাট হাতে ১৪২ রানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ওপেনার শিহান জয়সুরিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান এসেছে মিডল অর্ডার আসান শাম্মুর ব্যাট থেকে।

এদিকে প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হওয়া স্বাগতিক বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪৩ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে। ব্যক্তিগত ১৯ রানে সাদমান ইসলাম মালিন্দা পুষ্পকুমারার বলে ফিরে গেছেন মানজশরথচন্দ্রের হাতে স্ট্যাম্পড হয়ে।

দিন শেষে ১৮ রানে সৌম্য সরকার ও মিজানুর রহমান অপরাজিত আছেন ৫ রানে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad