ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সিদ্দিকুর ৩৭তম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
সিদ্দিকুর ৩৭তম

ঢাকা: মালয়েশিয়ায় আয়োজিত সিআইএমবি এশিয়া প্যাসিফিক ক্ল্যাসিকে যুগ্মভাবে সেরাদের তালিকায় ৩৭তম স্থান পেয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। চতুর্থ ও শেষ রাউন্ডে পার অনুযায়ী খেলে সবমিলিয়ে ২৮০ শটে প্রতিযোগিতা শেষ করেন।

যোগ-বিয়োগ মিলিয়ে পারের চেয়ে চার শট কম খেলেন টুর্নামেন্টে।

কুয়ালালামপুরের মাইন রিসোর্ট ও অ্যান্ড গলফ ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডের খেলায় তিনটি বার্ডি ও তিন বগি করেন সিদ্দিকুর। ৩, ১১ ও ১৬ নং হোলে বার্ডি পান। অন্যদিকে ৮, ১৫ ও ১৮ নং হোলে বগি দেখতে হয় তাকে। ফলে আগের রাউন্ড থেকে ১০ ধাপ পিছলে যান।

৬১ লাখ মার্কিন ডলারের টুর্নামেন্ট থেকে সিদ্দিক পেয়েছেন ৪৯,৫০০ ডলার। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন যুক্তরাস্ট্রের বো ভ্যান পেল্ট। পারের চেয়ে ১৯ শট কমে (২৬১) টুর্নামেন্ট শেষ করে ১৩ লাখ ডলার জিতে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad