[x]
[x]
ঢাকা, রবিবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

রোহিতের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-০৮ ১০:৫৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯৯ রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে দিল রোহিত শর্মার রেকর্ড সেঞ্চুরি। মানে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন এই ভারতীয় ওপেনার। তিনি নিউজিল্যান্ডের কলিন মুনরোর সর্বোচ্চ তিনটি সেঞ্চুরিতে ভাগ বসান।

ভারত ম্যাচ জেতে ৭ উইকেট ও ৮ বল হাতে রেখে। এছাড়া সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। ৫৬ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় বরাবর ১০০ রান করে অপরাজিত থাকেন রোহিত। ৪৩ ‍রান করেন বিরাট কোহলি। এছাড়া ৩৩ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জেসন রয়ের ৬৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ৩৪ রান করেন আরেক ওপেনার জস বাটলার। এছাড়া ৩০ রান আসে অ্যালেক্স হেলসের ব্যাট থেকে।

ভারতীয় বোলারদের মধ্যে ৪ উইকেট পান হার্দিক। তবে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন রোহিত।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১৮
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa