ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

সৌদি আরবের বিপক্ষেও বড় পরাজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপবে টানা দ্বিতীয় ম্যাচ হেরে বাংলাদেশ দলের চূড়ান্ত পর্বের আশা কার্যত শেষ। আগের ম্যাচে ইরাকের কাছে বিধ্বস্ত হওয়ার পর শনিবার সৌদি আরবের কাছে ৪-০ গোলে হেরেছে কোচ নিকোলা ইলিয়েভস্কির দল।



বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ১২ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাম পায়ের কোনাকুনি শটে বাংলাদেশের জালে বল জড়ান আলমুওয়াল্লাদ। পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের বিপক্ষে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। একের পর এক আক্রমণ গড়ে সৌদিরা। সালেহর গোলে ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। বিরতির আগে ৩-০ গোলে এগিয়ে যায় সৌদি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আলমুওয়াল্লাদ।

বিরতির পর স্বাগতিকদের বিপদ বাড়িয়ে তোলেন বদলী খেলোয়াড় নাজমুল ইসলাম রাসেল। ৫১ মিনিটে সৌদি ফিডফিল্ডার আমের ইয়াহিয়াকে মারাত্মক ট্যাকল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। বাকি সময়ে দশজনের দলকে সৌদি আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকতে হয়। ৮০ মিনিটে সৌদি আরবকে চতুর্থ গোল এনে দেন বদলী খেলোয়াড় জাবের।  

নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় তুলে নিয়ে প্রত্যাশার বেলুনটা বেশ ফুলিয়ে-ফাঁপিয়ে তুলেছিলো বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচ স্বাগতিকদের বাস্তবে নামিয়ে আনে ইরাক। ইরাকের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হতে হয় লাল সবুজদের।

তিন ম্যাচে দুই পরাজয়ে বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ‘স্বপ্নই’ রয়ে গেলো। যদিও পরের ম্যাচে ওমানকে হারালে বেস্ট থার্ড দলগুলোর মধ্য থেকে চূড়ান্ত পর্বের একটি দুর্গম রাস্তা খোলা থাকছে স্বাগতিকদের জন্য।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।