ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

তামিমকে ম্যাচ রেফারির হুশিয়ারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১
তামিমকে ম্যাচ রেফারির হুশিয়ারি

ঢাকা: মারলন স্যামুয়েলসের সঙ্গে চট্টগ্রাম টেস্ট থেকেই কথা চালাচালি হচ্ছিলো তামিম ইকবালের। সে রেশ যে ঢাকা টেস্ট পর্যন্ত গড়াবে জানাই ছিলো।

বাকযুদ্ধটা বোধহয় শালিনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিলো। শনিবার স্যামুয়েলস যখন ব্যাটিংয়ে তখন পেছন থেকে স্লেজিং করছিলেন তামিম ইকবাল।

বিষয়টি আম্পায়ারদেরও দৃষ্টিতে আসে। মাঠের ভেতরেই অধিনায়ক মুশফিকুর রহিমকে ডেকে খেলার পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন আম্পায়ার নাইজেল লং। মাঠেই ঘটনার নিষ্পত্তি হয়নি। পরে তামিমকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পয়ক্রফট।

ম্যাচ রেফারি তামিমকে সতর্ক করে দেন। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি সম্মান দেখানোর জন্য বলেছেন। ম্যাচ রেফারির কথাগুলোর অনুবাদ তুলে ধরা হলো: তোমার কাজ হলো খেলা। মাঠে গিয়ে সেঞ্চুরি করো। কথা কাটাকাটি করে লাভ কি। এতে করে মাঠে খেলার পরিবেশ নষ্ট হয়। আশা করবো তুমি খেলার পরিবেশ ধরে রাখবে। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হলে আমরা কঠোর হতে বাধ্য হবো। ”

তামিমকে সতর্ক করে দেওয়ার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে আইসিসি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।