ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ইলিয়াস সানিকে নিয়ে নানা গুঞ্জন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১
ইলিয়াস সানিকে নিয়ে নানা গুঞ্জন

ঢাকা: আগের দিন নেটে অনেক ঘাম ঝরালেন। দলের সভায়ও কোন সিদ্ধান্ত হয়নি।

খেলার দিন সকাল পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হয়েছে। শেষপর্যন্ত তিনি খেলতে পারলেন না।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ক্লান্ত হয়ে পড়েন ইলিয়াস সানি। বাসার খাবারই তো খেয়েছিলেন। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, জাতীয় দলের এই ক্রিকেটার এতটাই দুর্বল ছিলেন যে খেলার মতো শারীরিক অবস্থা ফিরে পেতে সময় লাগবে।

পারিবারিক সমস্যা নিয়ে এমনিতেই মানসিক চাপে আছেন সানি। তারওপর খেলতে পারলেন না। যদিও গুঞ্জন আছে অনুমতি ছাড়া বাড়িতে যাওয়ায় কোচ স্টুয়ার্ট ল সানির ওপর ক্ষেপেছেন। সেজন্যই দ্বিতীয় টেস্ট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। অধিনায়ক মুশফিকুর রহিমন বিষয়টি জানতেন। তবে তাকে বাদ দেওয়ার বিষয়ে কিছু বলতে রাজি হননি। কোন মন্তব্যও করেননি। অন্যদের মতো তিনিও সানিকে বাদ দেওয়ার পেছনে ডায়রিয়াকে সামনে নিয়ে এসেছেন।

যাকে নিয়ে এত আলোচনা সেই সানিও জানালেন ডায়রিয়াজনিত কারণেই তিনি খেলতে পারছেন না। অন্য কোন কারণ নেই।

কানাঘুষা আছে খেলার আগের দিন বাড়িতে যাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে সানির বিরুদ্ধে। গুজব উড়িয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ। তিনি বলেন,“সানি অনুমতি নিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলো। সে খেলেনি ডায়রিয়ার কারণে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার প্রশ্নই আসে না। ”

বাঁহাতি অলরাউন্ডার সানির টেস্ট অভিষেক হয় চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অভিষেকেই বাজিমাত করেন ইনিংসে ছয় উইকেট নিয়ে। প্রথম টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।