ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জাহানারার রেকর্ডের দিনে টাইগ্রেসদের দুর্দান্ত জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
জাহানারার রেকর্ডের দিনে টাইগ্রেসদের দুর্দান্ত জয় ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতি ক্রিকেটে জাহানারা আলমের ৫ উইকেটের দিনে স্বাগতিক আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করলো সফরকারী বাংলাদেশ নারী ক্রি‌কেট দল।

এই জয়ে ৩ ম্যাচ সিরিজের টি টোয়েন্টিতে ১-০ তে এগিয়ে গেল এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়নরা।

নিগার সুলতানার ৩৮ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংসে আইরিশদের দেয়া ১৩৫ রানের লক্ষ্য টাই‌গ্রেসরা ছুয়েছে ৬ উইকেটের খরচায়।

১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন ফাহিমা খাতুন।

আয়ারল্যান্ডের হয়ে বল হাতে গ্যাবি লুইস ও এইমার রিচার্ডসন ২ টি করে উইকেট নেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ জুন) ডাবলিনে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিং নেমে জাহানারা আলমের বোলিং তোপে ৮ উইকেটের বিনিময়ে আইরিশরা সংগ্রহ করে ১৩৪ রান।

দুর্দান্ত বল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেন বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি।

প্রথম স্পেলে নিজের প্রথম ওভারেই তুলে নেন ওপেনার শিলিংটিন ও জয়সিকে। শেষ স্পেলের এক ওভারে আবারও তুলে নেন দুই উইকেট। আর নিজের শেষ ওভারে নেন আরও এক উইকেট।

বাংলাদেশের পক্ষে এটিই কোনো নারী ক্রিকেটারের প্রথম ৫ উইকেট।  এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল বাংলাদেশ নারী ক্রিকেটে। এর আগে টি২০ তে ৪ উইকেট নিয়েছেন সালমা খাতুন। ২০১২ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে ৪ উইকেট নেন তিনি।

এছাড়া ওয়ানডেতে অফস্পিনার খাদিজা তুল কুবরা ২বার চার উইকেট নিয়েছেন। একবার করে নিয়েছেন রুমানা আহমেদ ও লতা মন্ডল।

টাই‌গ্রেসদের হয়ে এদিন বাকি দুই উইকেটের ১টি সালমা খাতুন ও অপরটি নিয়েছেন খাদিজাতুল কুবরা।

স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে ইসোবেল ৪১ বলে  খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ২৮ জুন, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।