ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ইরাকের গোল উৎসব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও জিতেছে ফেভারিট ইরাক। তারা ৯-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

দুটি করে গোল করেন আব্দুল রহিম কারার, ইসমাইল দাউদ ও আমির কাদিম।

প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের সামর্থ্যরে জানান দিয়েছে ইরাকি দল। মালদ্বীপের বিপক্ষেও বড় জয় অনুমেয়ই ছিলো। প্রত্যাশামতো খেলেছেন আব্দুলরহিম কারার, ইসমাইল দাউদরা। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় অধিনায়ক আমির কাদিম মেতিয়াবের দল।

চার মিনিটে গোলউৎসরের শুরু করেন অধিনায়ক কাদিম। বিরতির আগে জব্বার শাওকান (৭ মি.), আব্দুর রহিম কারার (২২ মি.) ও আলি হুসাইন (৩৩ মি.) করেন বাকি গোলগুলো।

দ্বিতীয়ার্ধেও ইরাকি তরুণদের গোলক্ষুধা কমেনি। গুনে গুনে আরও পাঁচবার বল পাঠায় মালদ্বীপের জালে। ৫৫ মিনিটে আব্দুর রহিম কারার, ৬৫ মিনিটে ইসমাইল দাউদ, ৭৬ মিনিটে মাহদি কামিল, ৮৫ মিনিটে দাউদ ইসমাইল ও অন্তিম মুহুর্তে আমির কাদিম।

এ জয়ে পরবর্তী রাউন্ডের পথে এক পা এগিয়ে থাকলো ইরাক। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে বিদায় নিশ্চিত করেছে মালদ্বীপ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ এবং ওমানের বিপক্ষে দ্বিতীয় খেলায় ৪-০ গোলে পরাজিত হয় দ্বীপদেশ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।