ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মালদ্বীপকে গোলবন্যায় ভাসাতে চায় ইরাক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১

ঢাকা:  এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে সাত গোল হজম করেছে মালদ্বীপ। বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলের পর ওমানের বিপক্ষে ৪-০ গোলের পরাজয়।

ইরাকও গোলবন্যায় ভাসাতে চায় মালদ্বীপকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার বিকাল চারটায় ইরাক ও মালদ্বীপের মাধ্যকার খেলা হবে।

দক্ষিণ এশিয়ায় ফুটবল র‌্যাঙ্কিয়ে মালদ্বীপের অবস্থান প্রতিবেশী দেশগুলোর চেয়ে ভাল। যদিও র‌্যাঙ্কিংয়ের চিত্রের সঙ্গে ঢাকায় তাদের পারফরমেন্স মিলছে না। বোঝাই যাচ্ছে জাতীয় দল এবং যুব দলের পারফরমেন্সের ব্যবধান অনেক। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হারের পর বুধবার তাদের বড় লজ্জা দিয়েছে ওমান। ম্যাচের শুরুর দিকেই দশজনের দল হয়েও মালদ্বীপকে চার গোল দিয়েছে তারা।

বাংলাদেশ ও ওমানের পর ইরাকও গোল উৎসবের জন্য মুখিয়ে থাকবে জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার ও দোভাষী তাহির। বৃহস্পতিবার ব্রাদার্স মাঠে অনুশীলনের এক ফাঁকে তার কাছে জানতে চাওয়া হলো মালদ্বীপের বিপক্ষে কয় গোল চায় ইরাক। জবাব যেটা দিলেন সেটা প্রত্যাশিতই ছিল,“আমরা ১০ গোল করতে চাই। পারলে আরো বেশি। ”

বাংলাদেশকে বুধবার ৬-০ গোলে হারিয়েছে ইরাক।

বাংলাদেশ সময়:  ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।