ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

এখনো পিছিয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১
এখনো পিছিয়ে শ্রীলঙ্কা

দুবাই: পাকিস্তানের প্রথম ইনিংস টপকাতে এখানো ৭৬ রান প্রয়োজন শ্রীলঙ্কার। ১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

তৃতীয় দিনের খেলা শেষে তাদের সংগ্রহ এক উইকেটে ৮৮ রান।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৮৮/১ (৪৫ ওভার), প্রথম ইনিংস: ২৩৯
পাকিস্তান প্রথম ইনিংস: ৪০৩

দ্বিতীয় ইনিংসে ৪৫ ওভার ব্যাট করে ৮৮ রান তোলে লঙ্কান শিবির। যদিও এরই মধ্যে একটি উইকেটও হারাতে হয়েছে। মোহাম্মদ হাফিজের বলে সরাসরি বোল্ড হন ওপেনার লাহিরু থিরিমান্নে (৮)। ৪২ রানে ব্যাট করছেন থারাঙ্গা পারানাভিতানা। অপর ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা অপরাজিত আছেন ২৯ রানে।

এর আগে আজহার আলীর ১০০, ইউনুস খানের ৫৫, আসাদ শফিকের ৫৯ ও আদনাল আকমলের ৪১ রানে প্রথম ইনিংসে ৪০৩ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।