ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

কাবাডির ফাইনালে রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১

ঢাকা: মিজান জাতীয় স্কুল কাবাডির ফাইনালে উঠেছে রাজশাহীর আমগাছি শাহারবানু উচ্চ বিদ্যালয়, ঢাকার শহীদ নবী উচ্চ বিদ্যালয়, জামালপুর সরকারী বালিকা বিদ্যালয়  এবং বগুড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।  

শুক্রবার বালক বিভাগের সেমিফাইনালে রাজশাহী আমগাছি শাহারবানু উচ্চ বিদ্যালয় দু’টি লোনাসহ ৪৯-৩২ পয়েন্টে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান অলি একাডেমীকে এবং শহীদ নবী উচ্চ বিদ্যালয় দু’টি লোনাসহ ৫০-৪৪ পয়েন্টে যশোরের বনগ্রাম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে।



অন্যদিকে বালিকা বিভাগ থেকে জামালপুর সরকারী বালিকা বিদ্যালয় পাঁচটি লোনাসহ ৬১-১৫ পয়েন্টে কুমিল্লা বাগমারা সরকারী উচ্চ বিদ্যালয়কে এবং বগুড়া আদর্শ উচ্চ বিদ্যালয় একটি লোনাসহ ৩১-২৭ পয়েন্টে যশোর আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

শনিবার বিকাল তিনটায় কাবাডি স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।