[x]
[x]
ঢাকা, বুধবার, ৯ কার্তিক ১৪২৫, ২৪ অক্টোবর ২০১৮
bangla news

সালমাদের বিজয়ক্ষণে তামিমদের উল্লাস (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১০ ৬:০৬:০৫ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: নারী এশিয়া কাপের ফাইনালে পরাশক্তি ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ড্রে‌সিংরু‌মে বাঁধ ভাঙা উল্লাস করেছেন মাশরাফি, সাকিবরা।

আফগান সিরিজের পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে রোববার দুপুর আড়াইটায় ছিল টাইগারদের প্রথম দিনের অনুশীলন। ফলে দলের সবাই হাজির হয়েছিলেন মিরপুর হোম অব ক্রি‌কে‌টে।

** টাইগারদের অভিনন্দনে ভাসছেন সালমা-রুমানারা

সালমা রুমানাদের জয়ের সুবাস পেয়ে অনুশীলন রেখে দলের সবাই সমবেত হলেন ড্রে‌সিংরু‌মের টিভির সামনে। বেশ আগ্রহ ভরে উপভোগ করতে লাগলেন বাঘিনীদের ম্যাচ। রুমানা, জাহানারাদের প্রতিটি রানই তাদের জন্য উল্লাসের উপলক্ষ এনে দিচ্ছিলো।

অবশেষে সেই উল্লাস বা‍ঁধ ভাঙা উল্লাসে রূপ নিল যখন শেষ বলে জয়ের জন্য মহামূল্যবান দুই রান এনে দিলেন পেসার জাহানারা আলম।

দেশকে প্রথম এশিয়া কাপ শিরোপা এনে দেয়ার আনন্দে লাল সবুজের নারী ক্রি‌কে‌টারদের আনন্দে শামিল হলেন লাল সবুজের টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ১০ জুন, ২০১৮

এইচএল/এমএমএস

** দেশবাসীর ঈদ উপহার এশিয়া কাপ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache