[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ কার্তিক ১৪২৫, ২২ অক্টোবর ২০১৮
bangla news

বিশ্বকাপের সব গ্রুপে বার্সার খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-০৫ ৮:০০:২০ এএম
সকল গ্রুপে থাকা বার্সা খেলোয়াড়-ছবিঃ সংগৃহিত

সকল গ্রুপে থাকা বার্সা খেলোয়াড়-ছবিঃ সংগৃহিত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাই বিশ্বের প্রথম ক্লাব বিশ্বকাপের প্রতিটি গ্রুপেই যাদের খেলোয়াড় আছে।

বিশ্বকাপের ৮ গ্রুপে বার্সার মোট ১৩ জন খেলোয়াড় খেলবেন।

গ্রুপ ‘এ’- লুইস সুয়ারেজ (উরুগুয়ে)
গ্রুপ ‘বি’- জেরার্ড পিকে (স্পেন), সার্জিও বুসকেটস (স্পেন), জর্দি আলবা (স্পেন), আন্দ্রেস ইনিয়েস্তা (সদ্য বিদায়ী বার্সা খেলোয়াড়, স্পেন)
গ্রুপ ‘সি’- স্যামুয়েল উমতিতি (ফ্রান্স), উসমান ডেম্বেলে (ফ্রান্স)
গ্রুপ ‘ডি’- লিওনেল মেসি (আর্জেন্টিনা), ইভান রাকিতিচ (ক্রোয়েশিয়া)
গ্রুপ ‘ই’- ফিলিপে কুতিনহো, পাউলিনহো (ব্রাজিল)
গ্রু ‘এফ’- মার্ক-আন্দ্রে টের স্টেগেন (জার্মানি)
গ্রুপ ‘জি’- থমাস ভারমায়েলেন (বেলজিয়াম)
গ্রুপ ‘এইচ’- ইয়েরি মিনা (কলম্বিয়া)

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache