ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বর্ষসেরা সহ ৬টি পুরস্কার জিতলেন রাবাদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুন ৩, ২০১৮
বর্ষসেরা সহ ৬টি পুরস্কার জিতলেন রাবাদা বর্ষসেরা সহ ৬টি পুরস্কার জিতলেন রাবাদা (সবার ডানে)-ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দেশটির ফাস্ট বোলার কাগিসো রাবাদা। তবে এতে থেমে থাকনেনি এই তারকা। তিনি তার ঝুলিতে পুরেছেন মোট ৬টি পুরস্কার।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, খেলোয়াড়দের বিবেচনায়’ বর্ষসেরা খেলোয়াড়, সমর্থকদের বিবেচনায়’ বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা ডেলিভারির পুরস্কার জেতেন রাবাদা।

শনিবার রাতে এক জমকালো অনুষ্ঠানে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই পুরস্কার প্রদান করে।

যেখানে বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছে ড্যান ভ্যান নিকার্ক। তবে লরা ওলভার্ড বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও খেলোয়াড়দের বিবেচনা’ বর্ষসেরা খেলোয়াড় হয়েছে। খোল টাইরন জিতেছেন বর্ষসেরা টি-টোয়েন্ট ক্রিকেটারের পুরস্কার।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার রাবাদা ২০১৬ সালেও রেকর্ড গড়ে ৬টি পুরস্কার জিতেছিলেন। গত এক বছরে তিনি দেশের হয়ে মাত্র ৭টি টেস্টে ৩৮টি উইকেট নিয়েছেন।

এদিকে সম্প্রতি অবসর নেয়া এবি ডি ভিলিয়ার্স টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। আর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে দ্রুততম টি-টোয়েন্ট সেঞ্চুরি করে অলওয়েজ অরজিনিয়াল অ্যাওয়ার্ড জিতেছেন ডেভিড মিলার।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ০৩ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।