ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

কাজীপাড়ার ‘মেট্রোরেল ক্রিকেট’ ঠাঁই পেলো ইএসপিএনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৮
কাজীপাড়ার ‘মেট্রোরেল ক্রিকেট’ ঠাঁই পেলো ইএসপিএনে অস্টিন পিয়াস অধিকারীর সেই ছবিটি

দিনে দিনে কমে যাচ্ছে রাজধানীতে খেলার মাঠ। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের জন্য পর্যাপ্ত মাঠ পাচ্ছে না রাজধানীর খুদে ক্রিকেটাররা। মাঠের অভাবে রাস্তা-ঘাট, পাড়ার কানাগলি, স্কুলের আঙিনা, ঘরের বারান্দা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে ক্রিকেট খেলে না বাংলাদেশি কিশোররা।

রাজধানীর মিরপুরে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের জন্য ঘিরে রাখা জায়গাটিও তাই ক্রিকেট অন্তপ্রাণ কিশোরদের কাছে হয়ে উঠেছে খেলার মাঠ। নির্মাণকাজের জন্য মিরপুরবাসীর কাছে যন্ত্রণার আরেক নাম হয়ে ওঠা মেট্রোরেলের ব্যারিয়ারের মধ্যে ক্রিকেট খেলা তাই এখন নিত্যনৈমিত্তিক ঘটনা।

কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকায় ক্রিকেট খেলার সেই দৃশ্য হাঁটাচলার পথে অনেকে ওভারব্রিজে দাঁড়িয়ে ক্যামেরাবন্দিও করেন। অস্টিন পিয়াস অধিকারীর তোলা এমনই একটি ছবি এবার ঠাঁই করে নিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঢাকায় নির্মীয়মান মেট্রোরেল প্রকল্প ক্রিকেটের পরিসর তৈরি করে দিয়েছে। ’

প্রতি মাসেই ইএসপিএন বিশ্বের বিভিন্ন দেশের মাঠের বাইরের ক্রিকেটের দারুণ সব ছবি প্রকাশ করে থাকে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।