ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৮
ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা।

রাশিয়া বিশ্বকাপে সবার আগে যোগ্যতা অর্জন করেছিল ব্রাজিল। এবার ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করলো তারা। যেখানে আগেই কোচ তিতে ১৬ জনকে নিশ্চিত করে রেখেছিলেন।তবে সম্প্রতি চোটের কারণে দানি আলভেজ ছিটকে যান।

আসরে ব্রাজিল গ্রুপ ই তে পড়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সুইজারল্যান্ড কোস্টারিকা ও সার্বিয়াকে।

১৪ জুন শুরু হওয়া বিশ্বকাপে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেলেকাওরা।

বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, কাসিও

রক্ষণভাগ: ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, জেরোমেল।

মধ্যমভাগ: কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপ কুতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।

আক্রমণভাগ: ডগলাস কস্তা, রবার্টো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এমএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।