[x]
[x]
ঢাকা, সোমবার, ৩০ আশ্বিন ১৪২৫, ১৫ অক্টোবর ২০১৮
bangla news

হকিতে মজেছেন পুতিন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১১ ১১:৪২:৫৪ এএম
আইস হকিতে পুরোদস্তুর খেলোয়াড় বনে যান ভ্লাদিমির পুতিন

আইস হকিতে পুরোদস্তুর খেলোয়াড় বনে যান ভ্লাদিমির পুতিন

ঢাকা: কিছুদিন আগেই চতুর্থবারের মতো বিশ্বের পরাশক্তিধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। আগামী মাসেই তার দেশ আয়োজন করতে যাচ্ছে ফুটবলের বিশ্বউৎসব বিশ্বকাপ। আর এরইমধ্যে তিনি মজেছেন আইস হকিতে।

শখের বসে বললেও ভুল হবে। পেশাদার খেলোয়াড়দের মতো দিলেন ৫ গোলও।

বৃহস্পতিবার (১০ মে) রাতে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত নাইট আইস হকি লিগের জমকালো অনুষ্ঠানে হাজির হন পুতিন। সেখানেই পুরোদস্তুর খেলোয়াড় হয়েই নেমে পড়েন মাঠে। হকি খেলোয়াড়দের পোশাক পড়া পুতিনের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এমনকি টেলিভিশনেও দেখানো শুরু হয়ে যায় লাইভ।

এ ম্যাচে পুতিনকে সঙ্গ দিতে খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পড়েন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুও। এসময় পুতিনের দলের হয়ে খেলেন রাশিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক বিখ্যাত হকি খেলোয়াড়। নিজের ঐতিহ্যগত ১১ নম্বর জার্সি পরেই মাঠে নামেন পুতিন।

পুতিনের দলের প্রতিপক্ষ ছিলো লেনিনগার্ড অঞ্চলের ফ্লাগম্যান টিম। তারা এ বছরে নাইট আইস হকি লিগে চ্যাম্পিয়ন। খেলায় ১২-৭ গোলের জয় পেয়েছে পুতিনের দল। এর মধ্যে পুতিন একাই করেন ৫ গোল।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১১, ২০১৮
এমকেএম/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa