[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

টাইগারদের অনুশীলন ক্যাম্প মে'র দ্বিতীয় সপ্তাহে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৭ ৫:৫৮:৪৩ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জুনে আফগানিস্তান ও তার পরের মাসে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন বাংলাদেশ জাতীয় ক্রি‌কেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু বলেন, ‘১৩  মে থেকে ক্যাম্প শুরুর কথা আছে। ক্রি‌কেট অপারেশন্স থেকে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।'

আসছে জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলার কথা রয়েছে।যদিও বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড ইতোম‌ধ্যেই আফগান ক্রি‌কেট বোর্ডকে ভেন্যু পরিবর্তনের কথা জানিয়ে ব্যাঙ্গালুরু অথবা কলকাতায় সিরিজ খেলার আগ্রহ দেখিয়েছে।

আফগানিস্তান সিরিজ শেষে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db