[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৩ কার্তিক ১৪২৫, ১৮ অক্টোবর ২০১৮
bangla news

রিয়ালে কোচ জিদানের শততম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ২:২১:১২ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজের পেশাদারি কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ একটি মাইলফলকে পৌঁছে গেলেন জিনেদিন জিদান। দুর্বল মালাগার বিপক্ষে লিগের ম্যাচে জয়ের ফলে শততম জয় দেখলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা।

ইসকো ও কাসিমিরোর গোলে মালাগাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। যদিও এ ম্যাচে বিশ্রামে ছিলেন রোনালদো, বেল ও মদ্রিচ। এছাড়া বেঞ্চে বসে ছিলেন মার্সেলো-ক্রুসরা।

জিদান রিয়ালের প্রধান কোচ হিসেবে যোগ দেওয়ার পর এ জয়ে তার জয়ের হার দাঁড়ালো ৭১.৪ শতাংশ। যা তাকে কোচ হিসেবে বেশ ওপরের কাতারেই রেখেছে।

লিগে ৩২ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে রিয়াল ৬৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে। চতুর্থ স্থানে নেমে যাওয়া ভালেন্সিয়ার পয়েন্ট ৬৫। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর অ্যাকলেটিকো মাদ্রিদ ৭১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৮
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db