[x]
[x]
ঢাকা, রবিবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

বিশ্রামে রোনালদো-বেল-মদ্রিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৫ ৭:০৪:০০ এএম
বিশ্রামে রোনালদো-বেল-মদ্রিচ-ছবি: সংগৃহীত

বিশ্রামে রোনালদো-বেল-মদ্রিচ-ছবি: সংগৃহীত

অতিমাত্রায় ধকল উপেক্ষা করার লক্ষ্যেই লা লিগার ম্যাচে মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদ দলে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে। এছাড়া হালকা চোটে থাকা লুকা মদ্রিচকেও দলে রাখেননি কোচ জিনেদিন জিদান।

এর আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে রোনালদোর গোল করে রিয়ালকে সেমিফাইনালে ওঠান। সে ম্যাচের পরই সিআর সেভেনকে বিশ্রাম দেওয়া হবে বলে ইঙ্গিত ছিল। 

১৯ সদস্যের দলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মালাগার বিপক্ষে আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন করিম বেনজেমা।

রোববার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় পৌনে ১টায় মালাগার মাঠে আতিথিয়েতা নিতে যাবে রিয়াল।
এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে সার্জিও রামোসদের অবস্থান এখন চারে। এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে ৩২ ম্যাচ খেলা ভালেন্সিয়া। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa