[x]
[x]
ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

হাঁটুতে গুরুতর চোট পেয়ে অ্যাপোলোতে নাসির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-০৯ ৪:১০:১৭ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ডান হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাসির লিগামেন্টে আঘাত পেয়েছেন। তবে তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।

এমআরআই করাতে নাসির এখন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গেছেন। এর আগে তিনি বিসিবির মেডিকেল রুমে গিয়ে দেবাশীষ চৌধুরীকে দেখান।

দেবাশীষ জানান, নাসির ফিটনেস অনুশীলনের সময় চোট পেয়েছেন। আর এমআরআই করানোর পরই জানা যাবে তার অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তবে একটি সূত্র থেকে জানা যায়, সিরাজগঞ্জে ফুটবল খেলতে গিয়ে চোট পান নাসির।

এদিকে আগামীকাল (মঙ্গলবার, ১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে লঙ্গার ভার্শনের ক্রিকেট বিসিএল। তবে এর একদিন আগে চোটে পড়লেন নাসির। তার এই আঘাত হয়তো তাকে ৬ মাস মাঠের বাইরে রাখবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৮
এমএমএস/এইচএল

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa