[x]
[x]
ঢাকা, বুধবার, ৯ কার্তিক ১৪২৫, ২৪ অক্টোবর ২০১৮
bangla news

শুরু হচ্ছে সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-০৫ ১০:৩৫:১৫ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৬ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে  অ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। চট্টগ্রামে আগামী শনিবার (৭ এপ্রিল) টুর্নামেন্টের পর্দা উঠবে।

তিনদিনের প্রতিযোগিতায় শিরোপা লড়াইয়ে নামবে অংশগ্রহণকারী ছয়টি দেশের লিগ চ্যাম্পিয়নরা। এরা হলো বাংলাদেশের পাললিক গ্রুপ, ভারতের বেঙ্গল ক্লাব, ভুটানের থিম্পু টিটি ক্লাব, নেপালের হুয়াই টিটি ক্লাব, মালদ্বীপের মলদোভিয়ান টিটি ক্লাব ও শ্রীলঙ্কার সাউদারন টিটি ক্লাব।

শুক্রবার (৬ এপ্রিল) নেপালের খেলোয়াদের চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন আসবেন বাকি চার দেশের প্রতিযোগীরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। মোট ম্যাচ ১৫টি।

টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বৃহস্পতিবার (৪ এপ্রিল) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামস্থ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর, সদস্য হেলেন মোর্শেদ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা মোমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ফারজানা রহমান এবং সহকারী পৃষ্ঠপোষক ডাইসিনের এইচআরের জিএম তানভির হোসেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৮
এমআরএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache