[x]
[x]
ঢাকা, রবিবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

স্মিথের পরিবর্তে রাজস্থানে ক্লাসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-০২ ৪:৪৯:১২ এএম
হেনরিখ ক্লাসেন-ছবি: সংগৃহীত

হেনরিখ ক্লাসেন-ছবি: সংগৃহীত

স্টিভেন স্মিথের পরিবর্তে আইপিএলের দল রাজস্থান রয়েলসে যোগ দিলেন দক্ষিণ অাফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন। অস্ট্রেলিয়ান সাবেক অধিয়নাক স্মিথ সদ্য কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হয়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন।

চলতি বছরের ফ্রেব্রুয়ারিতেই ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অভিষেক হয়েছিল ২৬ বছর বয়সী ক্লাসেনের। যেখানে প্রোটিয়া দল বাজে খেললেও নিজের জাত চেনান ক্লাসেন।

ক্লাসেনকে আইপিএলে তার বেজ প্রাইজ ৫০ লাখ ভারতীয় রুপিতে রাজস্থান দলে নিয়েছে।

রাজস্থান রয়েলস: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ডি’আর্সি শর্ট, রাহুল ত্রিপাঠি, আরায়মান বিড়লা, জস বাটলার, সঞ্জু স্যামসন, প্রশান্ত চোপড়া, হেনরিখ ক্লাসেন, বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, কে গৌতম, জাতিন স্যাক্সেনা, মাহিপাল লোমরোর, জহির খান, শ্রেয়াস গোপাল, মিডহুন এস, আঙ্কিত শর্মা, অনুরিত সিং, জয়দেব উনাদকাতট, ধওয়াল কুলকার্নি, দুশমন্থ চামিরা, বেন লাফলিন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৮
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa