ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ডিএফএ’তে শেখ কামাল লিগ

আহসান হাবিব সম্রাট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১
ডিএফএ’তে শেখ কামাল লিগ

ঢাকা: ঝিমিয়ে পড়া ফুটবলকে চাঙ্গা করতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গুলোতে শুরু হচ্ছে শেখ কামাল লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সঙ্গে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড।



আগামী এপ্রিলে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী কাজী সালাউদ্দিনকে, যিনি সভাপতি পদে আরেক দফা প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন, বিজয়ী করে আনার জন্য তোড়জোর শুরু করেছে শেখ জামাল। গুঞ্জন রয়েছে আগেরবার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাউন্সিলরশিপে নির্বাচন করলেও এবার শেখ জামালের কাউন্সিলরশিপে নির্বাচন করবেন কাজী সালাউদ্দিন। যেহেতু বাফুফে নির্বাচনী ভোটের অর্ধেকেরও বেশি ভোট থাকছে ডিএফএ প্রতিনিধিদের হাতে। তাই তাদের সমর্থন ছাড়া নির্বাচনে জেতা অসম্ভব।

নির্বাচনকে সামনে রেখে ডিএফএগুলোকে কাছে টানার চেষ্টা করছে জামাল। এরই মধ্যে ডিএফএ প্রতিনিধিদের সঙ্গে কয়েকদফা বৈঠকও করেছে তারা। আশ্বাস দিয়েছে আর্থিক সহায়তারও। ক্লাবের বিশ্বস্ত সূত্র জানিয়েছে আর্থিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি ডিএফএগুলোকে দুই লাখ টাকা করে দেওয়া হচ্ছে শেখ কামাল ফুটবল লিগ আয়োজনের জন্য।

সূত্র জানায়, আগামী নভেম্বরের শেষদিকে দেশের প্রায় সবগুলো ডিএফএ’তে একযোগে প্রতিযোগিতা শুরু হবে। ৬৫টি ডিএফএ’তে শেখ কামাল লিগ প্রতিযোগিতার জন্য দেড় কোটি টাকার বাজেট নিয়ে নামছে শেখ জামাল। ক্লাবটি অর্থ দেবে, বাকি সহায়তা দেবে বাফুফে। শিগগিরই প্রতিযোগিতা শুরুর ব্যাপারে ঘোষণা আসবে। এ বিষয়ে মুখ খুলতে চাননি শেখ জামাল সভাপতি মনজুর কাদের। বাংলানিউজকে তিনি বলেন, “আমি অসুস্থ এখন কথা বলতে পারছি না। ”

শেখ জামালের উদ্যেগে আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের নামে লিগ আয়োজনের ব্যাপারে ডিএএফএ থেকে সত্যতা মিলেছে। মাদারীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলম বাবু চৌধুরী বলেন,“শেখ কামাল ফুটবল লিগের কথা আমরা জেনেছি। তবে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। ”

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।