ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মাসুদের জোড়া গোলে উড়ন্ত সূচনা বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১
মাসুদের জোড়া গোলে উড়ন্ত সূচনা বাংলাদেশের

ঢাকা: অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে বড় আশা জাতীয় দলের প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কির। কোচের প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারে মাসুদ, মালেক ও ইয়াছিনরা সেটাই দেখার ছিলো মালদ্বীপের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব ১৯’র প্রথম ম্যাচে।

নিকোলার প্রত্যাশা পূরণ করে বাছাইপর্বে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের উদ্বোধনী ম্যাচে লালসবুজরা ৩-০ গোলে হারিয়েছে সফরকারীদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম থেকে শেষ পর্যন্ত মাঠ দাপিয়ে খেলে স্বাগতিকরা। ১০ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন মাসুদ রানা। ২৪ মিনিটে দ্বিতীয় গোল করেন গতবছর ভিক্টোরিয়ার হয়ে প্রথম বিভাগে খেলা এই স্ট্রাইকার। যতই সময় গড়াচ্ছিলো লাল-সবুজ জার্সিধারীদের পারফরমেন্সে মাতিয়ে তুলছিলো দর্শকদের। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে অধিনায়ক ইয়াছিনের দল।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কাছে পাত্তাই পাইনি মালদ্বীপ। ৬৮ মিনিটে জটলা থেকে বাংলাদেশকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন আব্দুল মালেক। বাকি সময়ে মুহুর্মুহু আক্রমণ গড়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে গুঁড়িয়ে দিতে থাকে নিকোলার শিষ্যরা।

অবশ্য সাফল্যর খাতায় তেমন ফল মেলাতে পারেনি গোল মিসের মহড়া দেওয়া মাসুদ রানা, অনিক, মালেকরা। মালদ্বীপ ব্যবধান কমানোর সহজ সুযোগ হারায় ৭৮ মিনিটে। ডি বক্সের বাইরে থেকে ফারিসের প্রচন্ড শট বারে লেগে প্রতিহত হয়। শেষ মুহুর্তের সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জয় পেতে পারতো স্বাগতিকরা।

২৭ অক্টোবর ইরাকের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad