ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

কক্সবাজার গলফকোর্সেই বিসিবির স্টেডিয়াম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

চট্টগ্রাম: নিজস্ব একটি স্টেডিয়ামের শখ অনেক দিনের। তাও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে।

অনেক বছর ধরেই স্টেডিয়ামের জন্য কক্সবাজারে জমি দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা। এবার জমি নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। তিনি তিনটি স্পট দেখেছেন। যারমধ্যে কক্সবাজার গলফ কোর্সও আছে।

শনিবার কক্সবাজার ঘুরে স্টেডিয়ামের জন্য গলফকোর্সকেই বেছে নিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। ববি মোবাইলফোনে বাংলানিউজকে জানালেন,“সার্বিক বিবেচনায় গলফকোর্স আধুনিক স্টেডিয়ামের জন্য উপযোগী। সভাপতির ওই জায়গাটাই পছন্দ হয়েছে। এখন সরকারি অনুমোদন লাগবে। ”

বিসিবি সভাপতি মোস্তফা কামাল স্টেডিয়াম নির্মাণের জন্য কক্সবাজার গলফকোর্সের জমি পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবেন বলে জানান ববি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।