ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

একদিনের সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১
একদিনের সিরিজ ভারতের

মোহালি: দুই ম্যাচ হাতে রেখেই একদিনের সিরিজ জিতেছে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে বিশাল রান তাড়া করে মহেন্দ্র সিং ধোনির দল পাঁচ উইকেটে হারিয়েছে সফরকারী ইংল্যান্ডকে।



ইংল্যান্ড: ২৯৮/৪ (৫০ ওভার)
ভারত: ৩০০/৫ (৪৯.২ ওভার)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী

পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে জোনাথন ট্রটের হার মানা ৯৮, সমিত প্যাটেলের অপরাজিত ৭০ ও কেভিন পিটারসেনের ৬৪ রানের সুবাদে চার উইকেট হারিয়ে ২৯৮ রান করে অ্যালেস্টার কুকের দল।

জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছায় ভারত। তখনো বাকি ছিলো চার বল। আজিঙ্ক্য রাহানে ৯১, গৌতম গম্ভীর ৫৮, পার্থিব প্যাটেল ৩৮ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৩৫ রান করেন।

পাঁচ ম্যাচ একদিনের সিরিজে ৩-০ তে এগিয়ে আছে ভারত।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।