[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ আশ্বিন ১৪২৫, ২১ সেপ্টেম্বর ২০১৮
bangla news

মিরপুরে প্রাইম ব্যাংকের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১৪ ৭:০৭:২০ এএম
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাইনপুকুর ক্রিকেট ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। সাইনপুকুরের দেয়া ২৫২ রানের লক্ষ্যে ৫ উইকেট হারিয়ে ও ২০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নাহিদুল ইসলামের ব্যাটে ভর করেই উৎসবে মাতে প্রাইম। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭৮ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার মেহেদি মারুফ।

শাইনপুকুরের হয়ে ২টি করে উইকেট লাভ করেন নাঈম ইসলাম জুনিয়র ও রাইহান উদ্দিন।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় রিক্রুট উদয় কৌলের হাফসেঞ্চুরি (৫২), সাদমান ইসলামের (৪৪) ও তৌহিত হৃদয়ের (৩৯) ব্যাটে ২৫১ রান তোলে শাইনপুকুর। তবে ইনিংসের এক বল বাকি থাকতে অলআউট হয় তারা।

প্রাইম বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান শরিফুল ইসলাম ও মনির হোসেন। ২টি উইকেট পান এনামুল হক জুনিয়র।

ম্যাচ সেরা হন নাহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এমএমএস 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa