ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বার্সার রেকর্ড, জয় চেলসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১
বার্সার রেকর্ড, জয় চেলসির

মাদ্রিদ: ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেনকে হারিয়ে এ মৌসুমে ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বতর্মান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালানদের রেকর্ডের দিনে ইংলিশ ক্লাব চেলসি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়ামের জেঙ্ককে।



ন্যু কাম্পে ১০ মিনিটে বার্সাকে এগিয়ে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। লিওনেল মেসির ঠেলে দেওয়া বলে জালে বল জড়ান স্প্যানিশ মিডফিল্ডার। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। ৮২ মিনিটে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোল করেন ফরোয়ার্ড ডেভিড ভিয়া।

নিজেকে হারিয়ে খোঁজে ফিরচ্ছিলেন স্পেনের উইঙ্গার ফার্নান্দো তোরেস। অবশেষে চ্যাম্পিয়ন লিগে জেঙ্কের বিপক্ষ ম্যাচে জ্বলে উঠেছেন তোরেস। তার জোড়া গোলে চেলসি ৫-০ তে জিতেছে চেক প্রজাতন্ত্রের লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে। বাকি তিনটি গোল করেন ইভানোভিচ, সোলেমান কালো ও রাউল মেরেইলেস।

এদিকে জয় পেয়েছে সিরি ‘আ’র চ্যাম্পিয়ন এসি মিলান। তারা ২-০ গোলে হারিয়েছে বেলারুশের বাতেকে। গোল করেন ইব্রাহিমোভিচ ও কেভিন বোয়াটেং।

এছাড়া জার্মানির বায়ার লেভারকুসেন ২-১ গোলে স্পেনের ভ্যালেন্সিয়াকে, ইংল্যান্ডের আর্সেনাল ১-০ তে অলিম্পিক মার্শেইকে এবং অলিম্পিক পিরেউস ৩-১ ব্যবধানে হারায় ডর্টমুন্ডকে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।