ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাকিব ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আঙ্গুলের চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলে নেই সাকিব আল হাসান। তবে অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসা শেষে আজই (১১ মার্চ, রোববার) দেশে ফেরার কথা রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডারের।

এর আগে গত ৬ মার্চ নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলকে সঙ্গ দিতে শ্রীলঙ্কায় উড়ে গিয়েছিলেন সাকিব। সেখানে দুই দিন থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন।

এ বিষয়ে বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, সাকিবের চিকিৎসা শেষে আজই দেশে ফেরার কথায়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাকিবের আঙ্গুলের ক্ষত সারাতে ইনজেকশন দিয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে তার পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘরের মাঠে গত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে গুরুতর চোট পান সাকিব। পরে কয়েক ধাপে তার চিকিৎসা হলেও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। ফলে চলমান নিদাহাস ট্রফিতেও তার থাকা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।