ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

তৌফিকের শতকে এগিয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১
তৌফিকের শতকে এগিয়ে পাকিস্তান

আবু ধাবি: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ পারফরমেন্স করছে পাকিস্তান। টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে তৌফিক উমরের অপরাজিত শতকের সুবাদে এক উইকেট হারিয়ে ২৫৯ রান করেছে মিসবাহ উল হকের দল।

এগিয়ে আছে ৬২ রানে। এর আগে প্রথম ইনিংসে লঙ্কানরা গুটিয়ে যায় ১৯৭ রানে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৯৭
পাকিস্তান প্রথম ইনিংস: ২৫৯/১ (৯৮ ওভার)

আগের দিনের বিনা উইকেটে ৭২ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দলীয় ১১৮ রান পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমর ও মোহাম্মদ হাফিজ। ব্যক্তিগত ৭৫ রানে রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়েন হাফিজ। আটটি চার ও একটি ছক্কার মার ছিলো তার ইনিংসে।

দ্বিতীয় উইকেটে তৌফিকের সঙ্গে জুটি বাঁধেন আজহার আলী। শেষপর্যন্ত জুটিতে ভাঙ্গন ধরাতে পারেননি লঙ্কান বোলাররা। তাই ১৪১ রানে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন তারা। ১০৯ রান নিয়ে ব্যাট করছেন তৌফিক এবং ৬০ রানে অপরাজিত আছেন আজহার।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।