ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

শুনানির পর জরিমানা গুনলেন ডি ককও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
শুনানির পর জরিমানা গুনলেন ডি ককও ওয়ার্নারের পর জরিমানা গুনলেন ডি ককও (বাঁয়ে)-ছবি: সংগৃহীত

মাঠের বাইরে স্লেজিংয়ে জড়ানোর অভিযোগে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককেও জরিমানা গুনতে হলো। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে স্টেডিয়ামের সিড়িতে বিবাদে জড়ালে উত্তপ্ত হয়ে ওঠে দু’দলের মধ্যকার ডারবানে প্রথম টেস্ট।

পরে আইসিসি ওয়ার্নার ও ডি কককে ভিন্ন ভিন্ন শাস্তি প্রদান করে। যেখানে ডি ককের বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধ বিবেচনা আনা হয়।

তবে শাস্তির বিরুদ্ধে আপিল করেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আরও পড়ুন...ঝামেলায় জড়িয়ে জরিমানার কবলে ওয়ার্নার

এ নিয়ে আইসিসির কাছে ডি ককের শুনানির প্রয়োজন হয়। পরে শুনানি শেষে বাঁহাতি এ ব্যাটসম্যানকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।