ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

চট্টগ্রামে বৃষ্টি লেগেই আছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১
চট্টগ্রামে বৃষ্টি লেগেই আছে

চট্টগ্রাম: গুড়িগুড়ি বৃষ্টি লেগেই ছিলো। পিচে পানি না লাগলেও কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে ওয়ানডে খেলা শেষ হওয়ার পর থেকে।

খেলা শুরুর আগে পিচ কাভার তোলা যাবে বলেও মনে হয় না।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, টানা দুইদিন ভারি বর্ষণ হতে পারে। বিসিবির আবহাওয়া বিভাগও মেঘলা আবহাওয়ার বিষয়ে সংকেত দিয়ে রেখেছে। সত্যি সত্যি ভারি বৃষ্টি হলে চট্টগ্রাম টেস্টের ভাগ্য ঝুলে যেতে পারে।

এমনিতেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাউন্ডারি লাইনে কাদা চপ চপ করছে। তারওপর বুধবারের গুড়িগুড়ি বৃষ্টি ভেজে ভেজা ভাব তৈরি করে রেখেছে।

একপশলা ঘন বৃষ্টি হলেই ভেসে যাবে মাঠ। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ভেতরেই আটকে থাকে। দোন দিয়েও সেচে লাভ হওয়ার নয়।

ভারি বর্ষণ যদি নাও হয় খেলার আগ পিচ ঢেকে রাখতে হলে ময়েশ্চার পাওয়া যাবে উইকেট থেকে। সেক্ষেত্রে আগে ব্যাট করতে হলে বিপদে পড়ে যাবে বাংলাদেশ দল। টস ভাগ্যবান মুশফিকুর রহিমকে তা হলে টেস্টেও আরেকবার টস জিততে হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।