ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

শফিউলের চিকিৎসা শুরু হচ্ছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১
শফিউলের চিকিৎসা শুরু হচ্ছে

চট্টগ্রাম: পেস বোলার শফিউল ইসলামের পায়ের গোড়ালির চিকিৎসার জন্য টেস্ট দলে নেওয়া হয়নি। বৃহস্পতিবার থেকেই চিকিৎসা নিতে শুরু করবেন জাতীয় দলে নির্ভরযোগ্য এই বোলার।



বুধবার বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বাংলানিউজকে জানান, অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা হবে শফিউলের। গোড়ালির একটি জায়গায় শক্ত হয়ে গেছে। বিশেষ স্ক্যাচ চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে ওটাকে অপসারণ করতে হবে।

গোড়ালিতে শক্ত জায়গার জন্য খেলার সময় চোট অনুভব করতেন জাতীয় দলের এ পেসার। ওয়ানডেতে খেলতে পারলেও টেস্টে লম্বা সময় ধরে বল করতে পারতেন না। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে যাতে সুস্থ শফিউলকে পাওয়া যায়। সেজন্য চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়।

বিসিবি চিকিৎসক জানিয়েছেন, এক সপ্তাহ’র চেয়েও বেশি সময় লেগে যাবে শফিউলকে সেরে উঠতে। তবে শক্ত জায়গাটি যদি পেশির ভেতর পর্যন্ত বেড়ে থাকে তাহলে সেরে উঠতে তিন সপ্তাহও লেগে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।