ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

সেমিতে ঢাকা, জয়পুরহাট, রাজশাহী ও চট্টগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

ঢাকা: জাতীয় যুব হকি প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা, জয়পুরহাট, রাজশাহী ও চট্টগ্রাম জেলা। মঙ্গলবার সুপার লিগের খেলায় ঢাকা, জয়পুরহাট ও রাজশাহী জিতেছে।

অপর ম্যাচে ওয়াক ওভার পেয়েছে চট্টগ্রাম।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢাকা জেলা ১২-১ গোলে হারায় নড়াইলকে। বিজয়ীদের পক্ষে সাইমনের স্টিক থেকে আসে ছয়টি গোল। এছাড়া রাজন ও সাব্বির দুটি করে এবং রশিদ ও রাকিব একটি করে গোল করেন। নড়াইলের পক্ষে এক গোল করে ব্যবধান কমান রেজা।

অপর ম্যাচে জয়পুরহাট ৯-২ গোলে রংপুরকে বিধ্বস্ত করে। জয়পুরহাটের পক্ষে রতন হ্যাটট্রিকসহ ৬টি গোল করেন। এছাড়া রায়হান সরদার করেন তিনটি গোল। রংপুরের পক্ষে দুটি গোল পরিশোধ করেন রাসেল আহমেদ ও সিহাব।

এদিকে চট্টগ্রামের বিপক্ষে ওয়াক ওভার দেয় দিনাজপুর জেলা। এ ম্যাচে চট্টগ্রামকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। এছাড়া রাজশাহী জেলা ১১-০ গোলে হারায় রাজশাহী বিভাগকে। বিজয়ীদের পক্ষে রুবেল হ্যাটট্রিকসহ সাতটি গোল করেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।