ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আফ্রিদি

করাচি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বলেছেন, পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ম্যাচে খেলতে মুখিয়ে আছেন তিনি।



গত মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন আফ্রিদি। মূলত, সাবেক কোচ ওয়াকার ইউনুস ও একদিনের অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ায় অবসরের সিদ্ধান্ত নেন ডানহাতি এই বোলার।

এজন্য অবসর ঘোষণার সময় আফ্রিদি বলেছিলেন, এটা হচ্ছে শর্তমূলক অবসর। যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনা হয়, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেবেন। আপাতত তার শর্ত বাস্তবরূপ নিয়েছে। কোচের পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন ওয়াকার। আর পরিবর্তন এসেছে পিবিসি ও টিম ম্যানজমেন্টেও।

আফ্রিদি বলেন,“এরকম অবসর নিতে চাইনি আমি। শুধু বলে ছিলাম আগের বোর্ডের অধীনে খেলবো না। এখন পরিবর্তন এসেছে। তাই আমি খেলতে চাই দেশের হয়ে। ”

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।