ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

দ. আফ্রিকা যাচ্ছে ক্ষুদে ফুটবলাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

ঢাকা: আগামী মাসেই দক্ষিণ আফ্রিকাতে বসছে ডানন নেশন্স কাপ অনূর্ধ্ব-১২ ফুটবলারদের আসর। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে যাচ্ছে টাঙ্গাইল ও খুলনা জেলা দল।



পেদশের ক্ষুদে ফুটবলারদের মধ্যে এ বছর ডানন-নেশন্স কাপে টাঙ্গাইল জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় দক্ষিণ আফ্রিকাতে যাওয়ার সুযোগ পাচ্ছে।

২০০৯ সালে ডানন-নেশন্স কাপের খেলা হয়নি। আয়োজক দেশ ব্রাজিলে সোয়াইন ফুর প্রকোপ দেখা দেওয়ায় প্রতিযোগিতা স্থগিত করা হয়। এবার তাই আগের আসরের দলটিকে সুযোগ করে দিয়েছে আয়োজকরা।

২০০৭ এ প্রথমবারের মতো ডানন-নেশন্স কাপে অংশ নেয় বাংলাদেশ। চট্টগ্রাম জেলা দল ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪০টি দেশের মধ্যে ২৩তম স্থান পায়। ওই টুর্নামেন্টে ‘ফেয়ার প্লে’ ট্রফিও জেতে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘন্টা, আগস্ট ২৫, ২০১০

এএইচবি/এসএ





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।