ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

জিমন্যাস্টিকে বিকেএসপি ও নারায়ণঞ্জের প্রাধান্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

ঢাকা: জাতীয় মহিলা ক্রীড়া পরিষদ আয়োজিত উন্মুক্ত জিমন্যাস্টিকে ৬ থেকে ৯ বছর গ্রুপে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে নারায়ণগঞ্জ জেলা। অন্যদিকে ১০ থেকে ১২ বছর গ্রুপে প্রাধান্য ছিলো বিকেএসপির।



সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে প্রতিযোগিতায় ৬ থেকে ৯ বছর গ্রুপে ভল্টিং টেবিল ইভেন্টে নারায়ণগঞ্জের লিলিয়া প্রথম, একই জেলার অনিকা দ্বিতীয় এবং পঞ্চগড়ের শ্রেয়া তৃতীয় স্থান অধিকার করেন। ব্যালেন্স বিম ইভেন্টে নারায়ণগঞ্জের অনিকা এবং ফোর ইভেন্টে পঞ্চগড়ের শ্রেয়া প্রথম স্থান অধিকার করেন।

অন্যদিকে ১০ থেকে ১২ বছর গ্রুপে ভল্টিং টেবিল, ব্যালেন্স বিম এবং ফোর তিনটি ইভেন্টেই বিকেএসপির নুর আক্তার বানু প্রথম স্থান অধিকার করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad