ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

সুনামিতে ক্ষতিগ্রস্তদের পাশে পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১
সুনামিতে ক্ষতিগ্রস্তদের পাশে পেলে

টোকিও: সুনামির ক্ষতি কাটিয়ে নতুন জীবন নির্মাণে আবারও কাজ শুরু করেছে জাপান। ক্ষতিগ্রস্তদের মানসিকভাবে উৎসাহ দিতে তাই জাপান গেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।



প্রকৃতির তান্ডবলীলায় ক্ষতিগ্রস্ত হওয়া নাতোরির ‘ফুজিগোকা এলিমেন্টারি স্কুল’ পরিদর্শন করেন পেলে। এসময় তিনি শিশুদের হাতে বল তুলে দেওয়ার পাশাশাশি অনুদান হিসেবে কম্বলও দেন তাদেরকে।

কাইদো নিউজকে এক সাক্ষাৎকারে পেলে বলেন,“ব্রাজিলের জনগণের প্রতিনিধি হয়ে আমি এখানে এসেছি, মানুষকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে উজ্জীবিত করতে। ”

গত ১১ মার্চে সুনামির কারণে প্রাণহানীসহ ব্যাপক ক্ষতি হয় জাপানের উত্তরপূর্ব অঞ্চলে। এতে মারা যায় প্রায় ২০ হাজার মানুষ এবং নিখোঁজ হন আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।