ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

শেষ ভালো দেখতে চান নাসির হোসেন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১
শেষ ভালো দেখতে চান নাসির হোসেন

চট্টগ্রাম: ওয়েস্ট ইন্ডিজের কাছে ঢাকায় সিরিজ হেরেছে। বাংলাদেশ দলের জন্য শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে মান বাঁচানোর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে নাসির হোসেন জানালেন অন্তত শেষ ম্যাচটি জিততে চান তারা।  

প্রশ্ন: জাতীয় দলের হয়ে এই মাঠে আপনি খেলেননি। জাতীয় লিগের কোন ভালো স্মৃতি আছে কি না?  

নাসির: আমি জাতীয় লিগের অনেকগুলো ম্যাচ খেলেছি এই মাঠে। আমর জন্য মাঠটা খুবই ভালো। খেলে মজা পাই। বরিশালের বিপক্ষে ৮৫ রানের একটি ইনিংসও আছে।

প্রশ্ন: দল যে সময় চাপে থাকে সে সময় আপনাকে ব্যাটিংয়ে যেতে হচ্ছে। আরেকটু ওপরে খেলতে পারলো ভালো হয় কি?

নাসির: আসলে চাপ তো অবশ্য। আমার ভালো লাগে চাপের সময় ব্যাটিং করতে। দলের স্বার্থে যে কোন জায়গায় ব্যাটিং করতে রাজি আছি।

প্রশ্ন: এই মাঠ বাংলাদেশ দলের জন্য পয়মন্ত। শেষ তিন ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে। ভালো করার পেছনে কারণ কি?

নাসির: চট্টগ্রামে সবাই খেলতে পছন্দ করে। এখানে ভালো খেলা যায়। চেষ্টা করলে ভালো স্কোর করা সম্ভব। সবার আত্মবিশ্বাস আছে কালকের ম্যাচেও ভালো খেলবে।

প্রশ্ন: স্পিনাররা প্রত্যাশিত বল করতে পারছে না। দুই ম্যাচে ১০টা উইকেটও নিতে পারেনি। এখানে কি স্পিন ভালো হবে?  

নাসির: যে রকম উইকেট আশা করেছিলাম। তেমন হয়নি। কোন টার্ন ছিলো না। যার ফলে স্পিনাররা ভালো করতে পারেনি। তবে চট্টগ্রামে টার্ন পাওয়া যেতে পারে। আমার মনে হয় কালকে ভালো করবে।

প্রশ্ন: আউটফিল্ড তো ভেজা। বল করতে সমস্যা হবে কি না?

নাসির: বল ভিজলে টার্ন কম করবে। তার পরে আমার মনে হয় না তেমন কোন সমস্যা হবে।

প্রশ্ন: উইকেট কেমন হবে?

নাসির: আমার অভিজ্ঞতা থেকে বলছি উইকেট ভালো হবে। যদিও উইকেট দেখিনি। তবে এখানকার উইকেট অনেক ভালো হয়। বলে টার্ন পাওয়া যায়।

প্রশ্ন: আপনি বিশ্বকাপে ছিলেন না। বাংলাদেশে এখানে ভালো একটি জয় পেয়েছে। কালকের ম্যাচ থেকে কি আশা করেন।

নাসির: অবশ্যই আমরা জেতার জন্য নামবো। জেতার স্বাদই আলাদা। আমরা কখনেই হারার জন্য খেলি না। চেষ্ট করবো ভালো ক্রিকেট খেলতে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।